ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

পাগলা মসজিদে রেকর্ড পরিমাণ দান

২০২৫ এপ্রিল ১২ ১০:২৬:০৫
পাগলা মসজিদে রেকর্ড পরিমাণ দান

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের দানবাক্স আবারও খুলেছে চমকপ্রদ চিত্র। দীর্ঘ ৪ মাস ১২ দিন পর, শনিবার (১২ এপ্রিল) সকালে মসজিদের দানবাক্সগুলো খোলার পর বেরিয়ে আসে ২৮ বস্তা ভর্তি নগদ টাকা। সকাল ৭টা থেকে শুরু হওয়া গণনা কার্যক্রমে অংশ নেয় প্রায় ৪০০ জন কর্মী, যারা সারাদিন ধরে দান হিসেবে পাওয়া বিপুল অর্থ, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা গুনে চলেছেন।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান নিশ্চিত করেছেন, বর্তমানে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে মোট ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা। এই বিপুল অর্থের সঙ্গে রয়েছে হীরা, স্বর্ণ, বিদেশি মুদ্রা ও বিভিন্ন মূল্যবান সামগ্রীও।

২০২২, ২০২৩ ও ২০২৪—এই তিন বছরে মসজিদের দানবাক্স খোলা হয়েছে মোট ১১ বার। এর মধ্যে ২০২৪ সালে খোলা হয় তিনবার এবং প্রতিবারেই পাওয়া গেছে রেকর্ড পরিমাণ দান। শুধুমাত্র ২০২৪ সালেই দানবাক্স থেকে সংগ্রহ করা হয় ২৩ কোটি ২২ লাখ টাকারও বেশি। আগের বছর, ২০২৩ সালে চারবার দানবাক্স খোলা হলে মোট জমা হয় ২১ কোটি ৮৭ লাখ টাকা। আর ২০২২ সালে তিনবারে দান থেকে পাওয়া যায় ১১ কোটি ২৮ লাখ টাকা।

প্রতিবারই দান হিসেবে শুধু নগদ অর্থই নয়, পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার এবং মাঝে মাঝে হীরাও। এই অর্থ ব্যয় করা হয় মসজিদের উন্নয়ন, জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও সমাজকল্যাণমূলক কাজে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নামে একটি আধুনিক ইসলামিক স্থাপনা নির্মাণের কাজ শুরু হবে। এ কমপ্লেক্সে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন প্রায় ৬০ হাজার মুসল্লি। এই প্রকল্পে প্রাথমিকভাবে ১১৫ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।

জনশ্রুতি আছে, এই মসজিদে দান করলে মনের ইচ্ছা পূর্ণ হয়—এই বিশ্বাস থেকেই দেশজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষ এখানে দান করে থাকেন নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এমনকি হীরাও। প্রতিবছর মসজিদে দানের পরিমাণ দেখে বিস্মিত হন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে