ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

দেশে ফিরেই মিরপুরে চলে গেলেন তামিম

২০২৫ এপ্রিল ১২ ১৫:৪৫:৪৯
দেশে ফিরেই মিরপুরে চলে গেলেন তামিম

নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তামিম ইকবাল। আজ দেশে ফিরেই কোনো বিলম্ব না করে চলে যান মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যদিও সেখানে তখন চলছিল আবাহনী ও মোহামেডানের মধ্যকার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লড়াই, তামিমের আগমনের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন।

গত ২৪ মার্চ মোহামেডানের হয়ে খেলার সময় বিকেএসপিতে ম্যাচ শুরুর আগে হার্ট অ্যাটাকের কবলে পড়েন এই বাঁহাতি ওপেনার। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনি দুটি হার্ট অ্যাটাক করেন। এরপর তাৎক্ষণিকভাবে তাকে সাভারের কেপিজে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে এনজিওগ্রামে ধরা পড়ে তার এক শিরায় শতভাগ ব্লক রয়েছে। দ্রুত সেখানে স্টেন্ট পরানো হয়।

পরে ২৮ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে জানানো হয়, তার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেই অনুযায়ী তাকে ৭ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে তার পূর্ণ চেকআপ সম্পন্ন হয়।

আজ দেশে ফেরার পর তামিম সরাসরি মিরপুরে চলে যান বিসিবির চিকিৎসকের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে। মাঠে উপস্থিত হয়ে তিনি জানান দেন, বর্তমানে তিনি সুস্থ আছেন।

তামিমের চাচা ও সাবেক অধিনায়ক আকরাম খান আগেই জানান, সিঙ্গাপুরে তামিমের সব চেকআপ ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং তিনি এখন মোটামুটি সুস্থ। তামিমের মাঠে উপস্থিতি তার সুস্থতার প্রমাণ দেয়, যদিও তাকে এখনও সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে