ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

‘জংলি’ দেখে জীবন বদলে দেওয়া সিদ্ধান্ত দম্পতির

২০২৫ এপ্রিল ১২ ২০:০৩:৪৭
‘জংলি’ দেখে জীবন বদলে দেওয়া সিদ্ধান্ত দম্পতির

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জংলি’ শুধু বিনোদন নয়, এক দম্পতির জীবনে এনে দিয়েছে গভীর এক উপলব্ধি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘জংলি’ সিনেমা দেখতে এসে গণমাধ্যমে নিজেদের গল্প ভাগ করে নিয়েছেন দম্পতি আবির ও অদিতি। দীর্ঘদিন ধরেই সন্তান দত্তক নেওয়ার ভাবনা থাকলেও নানা সামাজিক বাধা ও অনিশ্চয়তার কারণে তারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। কিন্তু ‘জংলি’ সিনেমাটি দেখার পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারা সন্তান দত্তক নেবেন।

আবির বলেন, “এই ছবির সবচেয়ে বড় শিক্ষা হলো শুধু জন্ম দিলেই বাবা-মা হওয়া যায় না। দায়িত্ব, ভালোবাসা ও স্নেহ দিয়ে বাবা-মা হওয়া যায়।” একই সঙ্গে স্ত্রী অদিতি বলেন, “আমরা মেয়েরা বাবার কাছে রাজকন্যা। সেই ভালোবাসার গভীরতা সিনেমায় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ছবির প্রতিটি মুহূর্ত আমাদের ভেতরে আলোড়ন তুলেছে।”

ছবিতে শুধু বাবা-মেয়ের সম্পর্কই নয়, শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, গুড টাচ–ব্যাড টাচের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। দম্পতির মতে, এই সিনেমা শুধু অভিভাবকদেরই নয়, সব মানুষকে দেখানো উচিত। তারা আরও জানান, ইতোমধ্যে একটি শিশুশ্রম আশ্রমের সঙ্গেও তারা যোগাযোগ শুরু করেছেন।

‘জংলি’ ছবিতে সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘির অভিনয় এবং প্রিন্স মাহমুদের সংগীত দর্শকদের মন জয় করেছে। কিন্তু সবচেয়ে বড় অর্জন এ ছবির মাধ্যমে বাস্তব জীবনে একটি শিশুর নতুন বাবা-মা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে