ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

বন্ধ বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের নতুন শঙ্কা

২০২৫ এপ্রিল ১২ ২০:৩১:০৩
বন্ধ বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের নতুন শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সূত্র জানায় ৮০০ মেগাওয়াট ক্ষমতার এই দুই ইউনিট থেকে ৮ এপ্রিল এবং ১১ এপ্রিল (শুক্রবার দিবাগত রাত ১টায়) বিদ্যুৎ উৎপাদন একে একে বন্ধ হয়। এর আগে সর্বোচ্চ ১,৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন শূন্য। ফলে দেশে লোডশেডিং আরও বাড়তে পারে বলে জানিয়েছে পিজিসিবি ও পিডিবি।

পিডিবির পক্ষ থেকে জানানো হয়েছ ঘাটতি পূরণে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানো হচ্ছে এবং পেট্রোবাংলার কাছে গ্যাস সরবরাহ বৃদ্ধির অনুরোধ করা হয়েছে।

পিডিবির উৎপাদন সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, “ত্রুটি সারাতে কাজ করছে আদানি। প্রথমে বন্ধ হওয়া ইউনিট দ্রুত চালুর চেষ্টা চলছে। গ্যাসের সরবরাহ বাড়লে চাহিদা মতো উৎপাদন সম্ভব।”

আজ শনিবার (১৩ এপ্রিল) একটি ইউনিট চালুর সম্ভাবনা থাকলেও এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে