ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

বিএনপির সিনিয়র নেতাদের প্রতি সারজিসের কঠোর বার্তা

২০২৫ এপ্রিল ১২ ১৯:৫৪:১০
বিএনপির সিনিয়র নেতাদের প্রতি সারজিসের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সম্প্রতি বিএনপি নেতাদের কিছু মন্তব্যের জবাবে বলেন, রাজনীতিতে প্রতিহিংসার চর্চা পরিহার করা উচিত। পঞ্চগড়ের ধাক্কামাড়া ইউনিয়নের মিড়গড় জেলা প্রশাসন ইকোপার্ক পরিদর্শনকালে তিনি এই বক্তব্য দেন। সারজিস বলেন বর্তমান প্রজন্মের ছাত্রদের ত্যাগ, সাহসিকতা ও রক্তের বিনিময়ে আজ অনেকেই বুক ফুলিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন। তাই যেই রাজনৈতিক দলই ভবিষ্যতে ক্ষমতায় আসুক না কেন, তাদের উচিত এই ছাত্র আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

তিনি বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ‘সারজিসেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত’ মন্তব্য প্রসঙ্গে বলেন, এটি একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং একটি ব্যক্তিগত মতামত। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, রাজনীতিতে সিনিয়র নেতাদের কাছ থেকে সৌহার্দ্য ও পরিমিত আচরণ প্রত্যাশিত। অতীতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে যেমন ব্যক্তি আক্রমণমূলক বক্তব্য দেখা যেত, সেই পুরোনো সংস্কৃতি তিনি দেখতে চান না।

সারজিস আরও বলেন বর্তমান প্রজন্ম শুধু রাজপথে নয়, পড়ালেখা, ভবিষ্যৎ ক্যারিয়ার এবং জীবন সংগ্রামে বড় ত্যাগ স্বীকার করেছে। সেসব ছাত্রদের আজ রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে অপমান করা হলে তা রাজনীতির সৌন্দর্য নষ্ট হবে। একইসঙ্গে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে বলেন, দুই দেশের সম্পর্ক কখনোই মুখোমুখি অবস্থানে যাওয়া উচিত নয়। ভারতের উচিত বাংলাদেশকে একটি বন্ধুরাষ্ট্র হিসেবে সম্মানজনক দৃষ্টিতে দেখা, এবং রাজনৈতিক দল নয় বরং একটি রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করা।

এই বক্তব্যে সারজিস আলম নতুন ধারার রাজনীতির একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যেখানে সৌহার্দ্য, শ্রদ্ধা এবং পারস্পরিক সম্মান থাকবে প্রতিহিংসা বা কটাক্ষ নয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে