ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

শিক্ষক নিয়োগে নতুন নিয়ম নিয়ে আসছে

২০২৫ এপ্রিল ০৮ ১০:৫৯:৩৭
শিক্ষক নিয়োগে নতুন নিয়ম নিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা বাতিল হচ্ছে। নতুন 'সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫' অনুযায়ী, নারী কোটা এবং পোষ্য কোটা উভয়ই বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে, উচ্চ আদালতের রায় অনুযায়ী, প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটার পরিমাণ ৭ শতাংশে সীমাবদ্ধ থাকবে। এই ৭ শতাংশ কোটার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটা অন্তর্ভুক্ত থাকবে। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে, আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এছাড়া, নতুন বিধিমালায় সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে পদোন্নতিরও ব্যবস্থা থাকবে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে