ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে: আমিনুল 

২০২৫ এপ্রিল ১২ ১২:০৮:২৪
সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে: আমিনুল 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক এবং বিএনপির রাজনীতিবিদ আমিনুল হক সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

তিনি বলেন, “সাকিব গত ১৭ বছরের স্বৈরাচার সরকারের একজন এমপি হিসেবে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। নিজের সুবিধার জন্য তিনি অবৈধ সংসদে যোগ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “জাতীয় দলের একজন আইকনিক খেলোয়াড় হয়ে সাকিব যেভাবে রাজনৈতিকভাবে সুবিধা নিতে স্বৈরাচার সরকারের পাশে দাঁড়িয়েছেন, তা অত্যন্ত লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “এ ধরনের একজন খেলোয়াড়কে দেশে আসতে দেওয়া হবে কি না, সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে আমার প্রশ্ন হচ্ছে—স্বৈরাচার সরকারের সঙ্গে থাকা ব্যক্তিদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার হবে, ইনশাআল্লাহ।”

সাকিব আল হাসান, যিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন, শুরু থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। অনেকেই তার রাজনীতিতে যোগদানের সিদ্ধান্তকে “সুবিধাবাদী” ও “আদর্শচ্যুত” বলেও অভিহিত করেছেন।

বিএনপি নেতাদের মতে, সাকিবের এই রাজনৈতিক যোগদান ব্যক্তি স্বাধীনতা হতে পারে, কিন্তু স্বৈরাচার সরকারের সহযোগী হয়ে দাঁড়ানো একটি জাতীয় বিশ্বাসঘাতকতা।

উল্লেখ্য, সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সাম্প্রতিক সময়ে তিনি প্রকাশ্যে রাজনীতিতে সক্রিয় না হলেও, তার সংসদ সদস্য পদ ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে