ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

২০২৫ এপ্রিল ১২ ১৫:২৭:৫৩
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রবিবার (১৩ এপ্রিল) থেকে তাপমাত্রায় পরিবর্তন দেখা দিতে পারে। আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও পরদিন সোমবার থেকে টানা তিন দিন তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রবিবার থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এরপর সোমবার, মঙ্গলবার ও বুধবার পর্যায়ক্রমে তাপমাত্রা হ্রাস পাবে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের কারণে আজ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলাও থাকতে পারে।

রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের পূর্বাভাস রয়েছে সোমবার ও মঙ্গলবারের জন্যও। তবে বুধবার কিছুটা বিস্তৃত আকারে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং দেশের সার্বিক তাপমাত্রা ধীরে ধীরে কমবে। এতে কিছুটা স্বস্তির সম্ভাবনা থাকলেও বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার কারণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ ও চুয়াডাঙ্গায়, যেখানে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে—৫১ মিলিমিটার।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে