ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২০২৫ এপ্রিল ১১ ২৩:১৮:০৫
দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে আরও একটি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যার প্রধান স্লোগান হলো ‘এই লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার।’

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী এই ঘোষণা দেন।

তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে করি, ড. ইউনূসের মতো আরও কিছু ব্যক্তিত্বের দেশের নেতৃত্বে আসা প্রয়োজন। তবে আমি সময়ের বিতর্কে যাচ্ছি না; আমি শুধু বলি, যোগ্য নেতৃত্বের মাধ্যমেই একটি উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশের নয়, বরং সারা বিশ্বের গর্ব। মানুষ এখন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে। সে সময় আমরা চাইলেই একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম। যদিও সম্মিলিত শক্তির অভাব আমাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।”

অনুষ্ঠানে দলের যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’র ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে বলা হয়েছে, “চলমান পক্ষপাতদুষ্ট রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে এসেছি। নতুন রেনেসাঁ, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি এবং মহান নেতৃত্বের মাধ্যমে আমরা একটি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধ, শক্তিশালী ও প্রগতিশীল জাতি গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য হলো, বহুমাত্রিক বৈষম্য দূর করে বাংলাদেশে মানবিক উন্নয়নের ধারায় স্থাপন করা।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের আরেক যুগ্ন আহ্বায়ক নাহিদ নিয়াজী এবং এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ খান এবং অধ্যাপক দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে