ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

সাবেক দুই স্ত্রীর সঙ্গে শাকিবের বিশেষ মুহূর্ত উদযাপন

২০২৫ এপ্রিল ০৩ ১২:৫৯:২০
সাবেক দুই স্ত্রীর সঙ্গে শাকিবের বিশেষ মুহূর্ত উদযাপন

বিনোদন প্রতিবেদক: ঢালিউড কিং শাকিব খান দুই পরিবারের সমতা বজায় রাখার চেষ্টা করেছেন। বিষয়টি তার অনুরাগীদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে। মার্চ মাসজুড়ে দুই পক্ষের সন্তানদের নিয়ে উদযাপন করেছেন তিনি, যেখানে রয়েছে তার জন্মদিন, ছোট ছেলে বীরের জন্মদিন এবং ঈদ, সঙ্গে সিনেমা ‘বরবাদ’-এর মুক্তি।

২৮ মার্চ শাকিবের জন্মদিন। এদিন তার ঘুম ভেঙেছে অনুরাগী, সহ-অভিনেতা ও কাছের মানুষের শুভেচ্ছা বার্তার মধ্যে। তার দুই সন্তান, আব্রাম ও বীর, বাবার জন্য নিজস্ব রকমের কেক তৈরি করেছেন।

বড় ছেলে আব্রাম রেড ভেলভেট কেক উপহার দেয় এবং কেকের ওপর লিখে দেয়—‘হ্যাপি বার্থডে মাই কিং পাপা’। সে বাবাকে নিয়ে একটি ক্যানভাসে তার আঁকা ছবিও উপহার দেয়, যা দেখে শাকিব খুশি হন। বাবার সঙ্গে কেক কাটার সেই মুহূর্তের ছবি অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে সন্তানের কাছে বাবা সেলিব্রিটি নয়, বরং একজন সুপারস্টার।

ছোট ছেলে বীরও বাবার জন্য কেক এনেছিল, যা তারার আদলে তৈরি করা সাদা-নীল রঙের। বাবার সঙ্গে কেক কাটার ছবিটি শেয়ার করে বুবলী লেখেন, পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে নিয়ে উদযাপনে পরিণত হয়েছে।

২৩ মার্চ ছিল বীরের জন্মদিন। ওই দিন শাকিব গাড়ির আদলে তৈরি কেক কেটে ছেলেকে সময় দেন। দুই অভিনেত্রীও তাদের সাবেক স্বামী শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বুবলী শাকিবকে বাংলা ছবির মহারাজা হিসেবে অভিহিত করেছেন, আর অপু বিশ্বাস বলেন, তিনি শাহরুখ খানের সমান।

ঈদের দিনেও শাকিবকে সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে, যা তার সামগ্রিক জীবনে ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা ব্যাক্ত করে।

মিরাজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে