ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

ঈদে শাকিব খানের ‘বরবাদ’ উদ্বোধন

২০২৫ মার্চ ৩১ ১৯:৫৫:৫৩
ঈদে শাকিব খানের ‘বরবাদ’ উদ্বোধন

বিনোদন প্রতিবেদক: প্রতি বছর ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলো সিনেমাপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এ সময় একাধিক নতুন সিনেমা মুক্তি পায়, আর দর্শকদের আগ্রহও থাকে তুঙ্গে। এবারের ঈদে মুক্তি পাওয়া ৬টি সিনেমার মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’।

সারাদেশে একযোগে ১২০টি হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ৫০০-এর বেশি শো নিয়ে চলছে। রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে সিনেমাটির শুভ উদ্বোধন উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়, যা শাকিব ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রেক্ষাগৃহের বাইরে ভক্তদের উপচে পড়া ভিড়। শাকিব খানকে দেখতে ও তার সিনেমার প্রথম দিন প্রথম শো উপভোগ করতে দর্শকদের বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে।

‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। প্রকাশিত পোস্টার, টিজার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

এই ঈদে শাকিব খানের ‘বরবাদ’ কতটা সাফল্য পায়, তা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি যে দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

আমান/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে