ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

ঢাকা-বগুড়ার ৩ আসনে নিজেকে এমপি দাবি হিরো আলমের

২০২৫ মার্চ ২৭ ১৯:২০:১৭
ঢাকা-বগুড়ার ৩ আসনে নিজেকে এমপি দাবি হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক : আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র রাজনীতিক হিরো আলম, যিনি আশরাফুল হোসেন আলম নামেও পরিচিত, ঢাকার ১৭ এবং বগুড়ার ৪ ও ৬ আসনে নিজেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে ঘোষণা করেছেন। তিনি বৃহস্পতিবার (২৭ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, “যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলমকে ঢাকা-১৭, বগুড়া-৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।”

হিরো আলম তার দাবি জানিয়ে বলেন, "বগুড়া ও ঢাকায় সংসদ নির্বাচনের পর পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে মামলা করেছিলাম। ইশরাক ফেরত পেয়েছেন, আমিও পাওয়ার আশা রাখি, কারণ আমি বঞ্চিত।"

২০১৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, তিনি অভিযোগ করেন যে, ভোটগ্রহণের শুরুতে ৮৮ জন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেওয়া হয়। এছাড়া, বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর শারীরিকভাবে হামলা চালানো হয়, যা দেশ ও বিদেশে সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল।

এই ঘটনার পর তিনি নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানান। তিনি আরও বলেন, “ভোট গণনায় অনিয়ম এবং উদ্দেশ্যপ্রণোদিত হামলার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে।”

এরপর, বনানী থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী। পরে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনকে কারাগারে পাঠানো হয়।

এই পরিস্থিতি নিয়ে হিরো আলমের ঘোষণায় রাজনৈতিক মহলে নতুন এক বিতর্কের সৃষ্টি হতে পারে।

আরিফ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে