ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

বয়সের পার্থক্যকে জয় করে ৬৬ বছরের বৃদ্ধ ও ২২ বছরের তরুণীর বিয়ে

২০২৫ মার্চ ২৭ ১১:৫৯:০১
বয়সের পার্থক্যকে জয় করে ৬৬ বছরের বৃদ্ধ ও ২২ বছরের তরুণীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় এক অস্বাভাবিক বিয়ের ঘটনা ঘটেছে, যেখানে ৬৬ বছর বয়সী বর শরিফুল ইসলাম প্রধান বিয়ে করেছেন ২২ বছরের তরুণী আইরিন আক্তারকে। তাদের বিয়ে ২২ মার্চ অনুষ্ঠিত হয় এবং মোহরানা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বর্তমানে এটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

বর শরিফুল ইসলাম প্রধান জানান, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তবে আইরিন ছোটবেলা থেকেই তার সহায়তায় পড়াশোনা করছিল। তিনি বলেন, "আইরিনকে নানা বলে ডাকত। আমি তাকে অনেক সাহায্য করেছি তার পড়াশোনায়, তবে কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না।" শরিফুল আরও বলেন, "বর্তমানে আমি বিয়ে করিনি এবং বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা দূর করতে রাজি হয়েছি। আইরিন হঠাৎ আমাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যা আমাকে অবাক করে দেয়। আমি তাকে বিষয়টি ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে নাছোড়বান্দা ছিল।"

কনে আইরিন আক্তার বলেন, "শরিফুল ইসলাম প্রধান আমার নানা। আমার পড়াশোনার খরচ তিনি বহন করেছেন এবং আমার পড়াশোনার জন্য ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন। তিনি সবসময় আমাকে সহায়তা করেছেন। কিছুদিন আগে আমার পরিবার আমার বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু আমি চিন্তা করে তার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে আমার বাবা রাজি ছিলেন না, কিন্তু পরে তিনি আমাদের সিদ্ধান্ত মেনে নেন।"

আইরিন আরও বলেন, "আমরা কোনো চাপের মধ্যে পড়ে বিয়ে করিনি, আমরা পুরোপুরি চিন্তা-ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাদের বিয়েতে যারা কথা বলবেন, তাদের বিষয় আমি দেখব না।"

এই বিয়ের খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকে এই অসম সম্পর্ক নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করছেন। বিশেষত, বয়সের বড় পার্থক্য এবং আইরিনের পরিবারের আর্থিক সমস্যার কারণে শরিফুল ইসলাম প্রধান দীর্ঘদিন ধরে তার সহায়তা করে আসছেন। এর ফলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ের বিষয়ে নানা ধরনের আলোচনা করছে।

বর শরিফুল ইসলাম প্রধান বলেন, "যেহেতু আইরিন আমাকে গ্রহণ করেছে, এখানে বয়স কোনো ব্যাপার না। আমি দীর্ঘদিন বিয়ে করিনি, কিন্তু এখন বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা দূর করতে বিয়ে করেছি। আমি সকল ধর্মের মানুষের কাছে আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চাই।"

এই বিয়ের মাধ্যমে শরিফুল এবং আইরিন তাদের নতুন জীবনের সূচনা করলেন এবং এখন তারা নিজেদের বিয়ের সিদ্ধান্তকে যথার্থ মনে করছেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে