ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

রোজা অবস্থায় নখ ও চুল কাটার ইসলামী বিধি

২০২৫ মার্চ ০২ ১১:২৯:৫৬
রোজা অবস্থায় নখ ও চুল কাটার ইসলামী বিধি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং এ সময় অনেক মুসলিমের মনেও নানা প্রশ্ন উঠতে থাকে, যেমন রোজা রেখে নখ বা শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে কিনা? এ সম্পর্কে ইসলামী শরিয়তের পরিভাষায় বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রোজা রাখা অবস্থায় নখ বা চুল-দাড়ি কাটা সম্পূর্ণরূপে জায়েজ এবং এটি রোজার কোনো ক্ষতি করে না।

বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, রোজা অবস্থায় যদি কেউ হাতের নখ বা অবাঞ্ছিত লোম কাটেন, তবে তার সিয়াম নষ্ট হবে না। এটি একটি জায়েজ কাজ এবং সিয়ামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পরিচ্ছন্নতার জন্য অনেক সময় এটি প্রয়োজনীয় হয়ে পড়ে, তাই রোজা রেখে এটি করা খুবই সাধারণ।

শায়খ মাহমুদুল হাসানও এ বিষয়ে বলেন, রোজা অবস্থায় নখ বা চুল কাটার কোনো সমস্যা নেই। এগুলো রোজার কোনো শর্তের সঙ্গে সম্পর্কিত নয়, তাই রোজা রাখা অবস্থায় দাড়ি সেভ করলেও তা রোজাকে ভঙ্গ করবে না।

তাহলে, এই প্রশ্নের উত্তরে বলা যায়, রোজা রেখে নখ কাটাও এবং চুল বা দাড়ি কাটা যাবে, এতে কোনো সমস্যা নেই।

আদনান/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে