ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

৫টি খাবার গোপনে শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে

২০২৫ জুলাই ১০ ০৯:২৫:১২
৫টি খাবার গোপনে শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক: শিশুর সুস্থ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠনে সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাবার যেমন শরীর গঠন করে, তেমনি বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। অভিভাবকরা সবসময় সন্তানকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছু খাবার, যেগুলো আমরা স্বাস্থ্যকর মনে করি, সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে নীরব ক্ষতিকর উপাদান—যা শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।

চলুন জেনে নিই এমন ৫টি সাধারণ কিন্তু বিপজ্জনক খাবারের কথা, যেগুলো শিশুর অজান্তেই হতে পারে মৃত্যুর কারণ:

১. ব্রেকফাস্ট সিরিয়াল ও চিনিযুক্ত পানীয়

বহু শিশুর প্রাতরাশে জনপ্রিয় রঙিন সিরিয়াল আসলে চিনির কারখানা! এতে থাকা অতিরিক্ত চিনি শিশুর ওজন বৃদ্ধি, শক্তি হ্রাস এবং ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। একইভাবে কোমল পানীয় ও কৃত্রিম ফলের রসও শুধু ফাঁকা ক্যালোরিতে ভরা — পুষ্টি একেবারেই নেই। এসব খাবার শিশুর শরীরে স্থূলতা ও হরমোনজনিত সমস্যা তৈরি করতে পারে।

২. স্বাদযুক্ত দই

বাজারে পাওয়া মিষ্টি বা ফ্লেভার্ড দইয়ে সাধারণত উচ্চমাত্রায় চিনি, কৃত্রিম ফ্লেভার এবং রঙ ব্যবহার করা হয়। এটি দাঁতের ক্ষয়, ডায়াবেটিস এবং স্থূলতার অন্যতম কারণ। এর চেয়ে ভালো বিকল্প হলো বাড়িতে বানানো প্লেইন টক দই, যাতে প্রাকৃতিকভাবে মধু বা ফল যোগ করে খাওয়ানো যায়।

৩. মাইক্রোওয়েভ পপকর্ন

মাইক্রোওয়েভে তৈরি প্যাকেটজাত পপকর্নে থাকে PFAS নামক বিষাক্ত রাসায়নিক, যাকে বলা হয় "ফরেভার কেমিক্যাল"। এটি শিশুর রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দিতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্যানসার পর্যন্ত ডেকে আনতে পারে। পপকর্ন খাওয়াতে হলে তা যেন ঘরে তৈরি ও প্রিজারভেটিভমুক্ত হয়।

৪. প্রক্রিয়াজাত মাংস

হটডগ, সসেজ বা ডেলি মিটের মতো প্রক্রিয়াজাত মাংস শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে থাকে অতিরিক্ত সোডিয়াম, নাইট্রেট ও রাসায়নিক প্রিজারভেটিভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই ধরনের খাবারকে গ্রুপ-১ কার্সিনোজেন হিসেবে তালিকাভুক্ত করেছে, যা কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

৫. অতিরিক্ত ভাজা খাবার

চিকেন নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই বা বিভিন্ন ধরনের ডিপ ফ্রাইড স্ন্যাকস শিশুদের পছন্দ হলেও এতে ট্রান্স ফ্যাট থাকে, যা খারাপ কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি করে। এসব খাবারে প্রোটিন বা পুষ্টি খুব কম, বরং বিপজ্জনক উপাদানেই ভরা। বিকল্প হিসেবে এয়ার-ফ্রাইড বা বেক করা স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া ভালো।

শিশুর খাবার কেনার আগে প্যাকেটের উপাদান তালিকা ভালো করে পড়া ও বোঝা অভ্যাস করুন। চেষ্টা করুন প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে প্রাকৃতিক ও ঘরে তৈরি বিকল্প বেছে নিতে। শিশুর সুস্থতা নিশ্চিত করতে খাদ্যাভ্যাসে সতর্কতা অবলম্বনই হতে পারে বড় সুরক্ষা।

মুসআব/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে