ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

RAW এর পাসপোর্ট নম্বর ফাঁস, প্রশ্ন তুললেন জুলকারনাইন

২০২৫ জুলাই ১১ ১০:১৬:০৩
RAW এর পাসপোর্ট নম্বর ফাঁস, প্রশ্ন তুললেন জুলকারনাইন

নিজস্ব প্রতিবেদক: অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান দাবি করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) বা ‘র’-এর একাধিক এজেন্ট গত কয়েক মাসে বাংলাদেশে প্রবেশ করেছে এবং দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “গত কয়েক মাসে উল্লেখযোগ্য সংখ্যক র-এর এজেন্ট বাংলাদেশে ঢুকেছে। তারা ডিজিএফআই ও এনএসআই-এর সঙ্গে মিটিং করেছে কিংবা করার চেষ্টা করেছে। উদ্দেশ্য ছিল এই সংস্থাগুলোকে প্রভাবিত করা। তবে সৌভাগ্যবশত, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদের সঙ্গে কোনো সমঝোতায় যায়নি।”

জুলকারনাইন দাবি করেন, তিনি এইসব এজেন্টদের পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত পরিচয় ফাঁস করেছেন। তবুও বাংলাদেশ সরকার এই ইস্যুতে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকায় র-এর স্টেশন চিফ হিসেবে রাজেশ অগ্নিহোত্রী নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করছেন। “আমরা গত দুই বছর ধরে এ নিয়ে লিখে আসছি। রাজেশ অগ্নিহোত্রী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নানা ভাবে প্রভাব রেখেছেন। অথচ বাংলাদেশ এখনো তাকে দেশে থাকতে দিচ্ছে,” বলেন জুলকারনাইন।

তাঁর ভাষ্য অনুযায়ী, “হাসিনা চলে গেছেন, কিন্তু রাজেশ অগ্নিহোত্রী এখনো ঢাকায় আছেন এবং একই পদে বহাল আছেন।”এই বিষয়ে সরকারের কোনো দপ্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে