ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

শাপলা প্রতীক তালিকায় না রাখার কারণ জানালো ইসি

২০২৫ জুলাই ১০ ১৯:২৪:২১
শাপলা প্রতীক তালিকায় না রাখার কারণ জানালো ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) কমিশনের অষ্টম বৈঠক শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, শাপলা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হয়নি, বরং এটি কখনোই নির্বাচন প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত ছিল না।

তিনি জানান, দুটি রাজনৈতিক দল—নাগরিক ঐক্য (আবেদন: ১৭ এপ্রিল) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (আবেদন: ২২ জুন)—‘শাপলা’ প্রতীক চেয়ে কমিশনের কাছে আবেদন করেছিল। তবে জাতীয় প্রতীক হওয়ায় এই প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহারের অনুমতি না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনী অনুযায়ী ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫১টি প্রতীক নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ, বাকি প্রতীকগুলো নতুন নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে।

কমিশনার আরও জানান,“শাপলা প্রতীক বাতিল করা হয়নি, বরং এটি আগে থেকেই তালিকায় ছিল না। যেহেতু এটি দেশের জাতীয় প্রতীকের একটি অংশ, তাই একে রাজনৈতিক প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।”

বুধবার (৯ জুলাই) কমিশনের আরেক সদস্য আবদুর রহমানেল মাছউদ শাপলা প্রতীক নির্বাচন তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের বিষয়টি প্রথম সাংবাদিকদের নিশ্চিত করেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে