ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

শাহজালালে বিমানের ফ্লাইটে ‘বোমা’!

২০২৫ জুলাই ১১ ১৯:৩৯:৫৬
শাহজালালে বিমানের ফ্লাইটে ‘বোমা’!

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার গুজবে চরম নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিজি ৩৭৩ ফ্লাইটটি যখন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সিওয়ে দিয়ে চলছিল, তখন একটি অজ্ঞাত সূত্র থেকে ফোনে বোমা থাকার হুমকি আসে।

বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয় এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল, র‍্যাব এবং এভসেক সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উড়োজাহাজ ও লাগেজে তল্লাশি চালান।

বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বলেন, “প্রথম দফায় তল্লাশিতে বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। পুনরায় চূড়ান্ত স্ক্যানিং শেষে নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে