ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

ট্রাম্পের এক ঘোষণায় মোদির কপালে চিন্তার ভাঁজ

২০২৫ জুলাই ১০ ২২:২৮:২৩
ট্রাম্পের এক ঘোষণায় মোদির কপালে চিন্তার ভাঁজ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণায় ভারতের রপ্তানি বাণিজ্যে গভীর সংকটের ছায়া নেমে এসেছে। একদিকে যেমন দেশের ৩৬০ মিলিয়ন ডলারের তামা রপ্তানি বড়সড় ধাক্কার মুখে, তেমনই অন্যদিকে ভারতের শক্তিশালী ওষুধ শিল্পের ওপরও ঝুলছে ২০০ শতাংশ পর্যন্ত শুল্কের খড়্গ। সব মিলিয়ে ট্রাম্পের এই দ্বিমুখী বাণিজ্য নীতি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে যেকোনো দেশ থেকে আমেরিকায় আমদানি করা তামার ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। এই সিদ্ধান্ত ভারতের জন্য একটি বড় দুঃসংবাদ। কারণ ২০২৪-২৫ অর্থবছরে ভারত বিশ্বজুড়ে যে ২ বিলিয়ন ডলারের তামা ও তামাজাত পণ্য রপ্তানি করেছে, তার একটি বড় অংশ, প্রায় ৩৬০ মিলিয়ন ডলারের বাজার ছিল আমেরিকা। এই বিপুল শুল্কের বোঝা ভারতের তামা শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার দৌড় থেকে ছিটকে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্প এই পদক্ষেপের কারণ হিসেবে ‘জাতীয় নিরাপত্তা’র কথা উল্লেখ করেছেন। তার মতে, বিমান, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি এবং সামরিক সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তামার ব্যবহার অপরিহার্য। আমেরিকার অভ্যন্তরীণ তামা শিল্পকে পুনরুজ্জীবিত করতেই এই কঠোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

তামার ধাক্কা সামলানোর আগেই ভারতের জন্য আরও বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধ শিল্প নিয়ে ট্রাম্পের ইঙ্গিত। তিনি জানিয়েছেন, পরবর্তী ধাপে ওষুধের মতো পণ্যের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। ভারতের ওষুধ শিল্পের জন্য আমেরিকা একটি প্রধান বাজার। যদি এই বিপুল পরিমাণ শুল্ক আরোপ করা হয়, তবে তা ভারতের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে এবং দেশের অন্যতম সফল এই রপ্তানি খাতটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ট্রাম্পের এমন পদক্ষেপে ভারত এক জটিল পরিস্থিতির সম্মুখীন। একদিকে নিশ্চিত বাণিজ্যিক ক্ষতি, অন্যদিকে ভবিষ্যতের এক বিশাল অনিশ্চয়তা—সব মিলিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের নীতিনির্ধারকদের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

মিরাজ

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে