ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

শিবলী রুবাইয়াতের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ

২০২৫ জুলাই ০৮ ১৯:২০:৪৫
শিবলী রুবাইয়াতের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নামে থাকা ঢাকার সাভারে অবস্থিত ১০ তলা একটি বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। ভবনটি ১৫ কাঠা জমির ওপর নির্মিত।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান এই আবেদনটি আদালতে উপস্থাপন করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল ইসলাম ভুয়া পণ্য রপ্তানি দেখিয়ে কর্তব্যে অবহেলা ও যোগসাজশের মাধ্যমে ৩ লাখ ৬১ হাজার মার্কিন ডলার দেশে এনেছেন। এরপর ভুয়া বাড়িভাড়া চুক্তিনামার মাধ্যমে প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ডলার ঘুষ হিসেবে গ্রহণ করে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ওই অর্থ হস্তান্তর ও রূপান্তর করেন।

দুদক জানায়, এই অর্থ দিয়ে তিনি ব্যক্তিগত সম্পত্তি তৈরি করেছেন এবং তা গোপন করার চেষ্টা করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

গত ৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরবর্তীতে, চলমান মামলার প্রেক্ষিতে গত ২৫ জুন আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

দুদক বলছে, আসামি শিবলী রুবাইয়াত তার পারিবারিক ব্যয়ের আড়ালে ঘরভাড়ার অগ্রিম হিসেবে অর্থ গ্রহণ করে এবং সেই অর্থ দিয়ে অবৈধ সম্পত্তি অর্জন করেছেন। ফলে ভবিষ্যতে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা ও মামলার কার্যক্রমে প্রভাব রোধে তার স্থাবর সম্পদ (জমি ও ভবন) জব্দ করা জরুরি হয়ে পড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে