ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

তারেক রহমানকে নিয়ে সব অপ্রচারের জবাব দিলেন পিনাকী ভট্টাচার্য

২০২৫ জুলাই ১১ ০৯:৪৯:২৪
তারেক রহমানকে নিয়ে সব অপ্রচারের জবাব দিলেন পিনাকী ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বুয়েট শিক্ষক ও ভিডিও নির্মাতা এনায়েত চৌধুরীর একাধিক অভিযোগের জবাব দিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য। সম্প্রতি "দ্য আনটোল্ড" শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব অভিযোগ খণ্ডন করেন তথ্য-প্রমাণসহ।

পিনাকি দাবি করেন, এনায়েত চৌধুরী মূলত ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। তাকে কটাক্ষ করে "শ্রী শ্রী এনায়েত প্রভুপাদ" এবং "বিজেপির বুয়েট শাখার সভাপতি" বলেও অভিহিত করেন তিনি। এনায়েতের বিএনপি ও তারেক রহমানবিরোধী ভিডিওর পাল্টা জবাবে পিনাকি বলেন, বিএনপিকে আক্রমণের মাধ্যমে বিজেপি চাইছে যেন তারা আর ক্ষমতায় ফিরে না আসতে পারে।

পিনাকি বলেন, এনায়েত যেসব অভিযোগ এনেছেন—দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, ১০ ট্রাক অস্ত্র, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ—তাদের বেশিরভাগই ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, এসব অভিযোগ মূলত এক-এগারোর সময় তৈরি করা হয়েছিল, যার কোনো নিরপেক্ষ প্রমাণ নেই।

তারেক রহমানের বিরুদ্ধে সিমেন্স ও হারবিন কোম্পানি থেকে ঘুষ নেয়ার অভিযোগ প্রসঙ্গে পিনাকি বলেন, আদালতে এসব প্রমাণিত হয়নি, বরং নিরপেক্ষ তদন্তে তাকে খালাস দেওয়া হয়েছে। তিনি বলেন, “মামলাগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল, যার পেছনে ছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রভাবশালী মহল।”

২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে পিনাকি দাবি করেন, প্রথম জবানবন্দিতে হাওয়া ভবনের নামই ছিল না। পরে নির্যাতনের মাধ্যমে মুফতি হান্নানকে দিয়ে হাওয়া ভবনের নাম বলানো হয়। একইভাবে, বাংলা ভাই ও জঙ্গি পৃষ্ঠপোষকতার অভিযোগের উৎস হিসেবে তিনি উল্লেখ করেন একজন আওয়ামী লীগপন্থী সাবেক সংসদ সদস্যের বক্তব্য।

পিনাকি ভিডিওতে প্রশ্ন তোলেন, “বিএনপি কখনো ফ্যাসিবাদ কায়েম করেছে? তারা কি সেনা অফিসার হত্যা করেছে? আলেমদের গুম করেছে? আন্দোলনে স্নাইপার দিয়ে গুলি চালিয়েছে?” তার দাবি, এসব ঘটনা আওয়ামী লীগ আমলে ঘটেছে।

পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওতে বিএনপিকে সমর্থন না করেও, তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ প্রতিরোধে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, “আমি বিএনপি করি না, কিন্তু মিথ্যা ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য তুলে ধরা জাতির স্বার্থে জরুরি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে