ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

গোপনে ইসরায়েলের পাশে ৫ মুসলিম দেশ

২০২৫ জুলাই ০৬ ০৯:১৫:৩৩
গোপনে ইসরায়েলের পাশে ৫ মুসলিম দেশ

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল যুদ্ধের সময় অন্তত পাঁচটি মুসলিম দেশ গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম "ইসরাইল হাইওয়ে"।

প্রকাশ্যে এসব দেশ ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানালেও, পর্দার আড়ালে তারা বিভিন্নভাবে ইসরায়েলের স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছে বলে উঠে এসেছে পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব ছিল সবচেয়ে সক্রিয়। দেশটি জর্ডান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে, যা ইরান থেকে ছোড়া বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে। যদিও এই পদক্ষেপকে "আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তা" বলে প্রচার করা হয়েছে, বাস্তবে এটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষার অংশ ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলকে গোপনে সহায়তা করা বাকি মুসলিম দেশগুলো হলো:

আফগানিস্তান

জর্ডান

আজারবাইজান

ইরাক

সৌদি আরব

ইরান সরাসরি জর্ডান ও ইরাককে অভিযুক্ত করেছে। তাদের দাবি, যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই দুই দেশের সহযোগিতায় মাঝপথেই প্রতিহত হয়েছে।

যুদ্ধের পর ইরান বড় পরিসরে গুপ্তচর চিহ্নিতকরণ অভিযান শুরু করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট এক বিবৃতিতে অভিযোগ করেছেন, “ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আফগান অভিবাসীদের গণগ্রেপ্তার চলছে।”

বর্তমানে ইরানে আনুমানিক ৩০ লাখ আফগান নাগরিক বসবাস করছে, যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে