ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

টিকটক অ্যাকাউন্টের জন্য মেয়েকে হত্যা করলেন বাবা

২০২৫ জুলাই ১১ ১৮:২১:৫৬
টিকটক অ্যাকাউন্টের জন্য মেয়েকে হত্যা করলেন বাবা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টিকটক অ্যাকাউন্ট ডিলেট না করায় এক ১৬ বছর বয়সী কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তার বাবা। শুক্রবার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, বাবা মেয়েকে টিকটক ব্যবহার না করার জন্য নিষেধ করেছিল, কিন্তু মেয়ে সেটি মানেনি। এর জেরে বাবা গুলিবিদ্ধ করে মেয়েকে হত্যা করেন। প্রথমে পরিবার ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করলেও তদন্তে ‘অনার কিলিং’ (পরিবারের সম্মানের নামে হত্যা) প্রমাণিত হয়েছে। ঘটনার পর বাবা গ্রেপ্তার হয়েছেন।

এই ঘটনার সঙ্গে সাম্প্রতিককালের নারকীয় হত্যাকাণ্ডগুলোর মিল লক্ষ্য করা যাচ্ছে। গত মাসে একই ধরনের ঘটনায় ১৭ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ খুন হন। তার হত্যার পেছনে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাকে দায়ী করা হয়।

পাকিস্তানে টিকটক নারীশক্তির জন্য আয় ও আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলেও সামাজিক ও সাংস্কৃতিক বাধা ও নিরাপত্তা সমস্যা এখনও বিদ্যমান। ২০২৫ সালের মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্টে দেখা গেছে, পাকিস্তানে মাত্র ৩০ শতাংশ নারী স্মার্টফোন ব্যবহার করেন, যেখানে পুরুষদের হার ৫৮ শতাংশ।

পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সময় সময় ‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’ এর অভিযোগ তুলে টিকটক অ্যাপ নিষিদ্ধ বা বন্ধের হুমকি দেয়। এর আগে বেলুচিস্তানে টিকটকে ভিডিও আপলোডের অভিযোগে ১৪ বছর বয়সী এক মেয়েকে বাবা হত্যা করেন এবং পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে