ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

নগদ প্রণোদনা মিলবে ৪৩ পণ্য রপ্তানিতে

২০২৫ জুলাই ১১ ১৮:৩০:৫৪
নগদ প্রণোদনা মিলবে ৪৩ পণ্য রপ্তানিতে

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম প্রান্তিকে ৪৩ ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে আগের মতোই নগদ সহায়তা বা ভর্তুকি দেওয়া হবে। ১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রপ্তানিকৃত এসব পণ্যের বিপরীতে এই সুবিধা প্রযোজ্য থাকবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বৃহস্পতিবার এক সার্কুলারে এ তথ্য জানায়।

সার্কুলারে বলা হয়, রপ্তানিকারকরা শূন্য দশমিক ৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন, যা গত অর্থবছরের সঙ্গে অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘সরকার গত বছর নির্ধারিত ভর্তুকির হার অপরিবর্তিত রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। রপ্তানিকারকদের জন্য নির্ধারিত অডিট ফার্ম বা বহিঃনিরীক্ষকের মাধ্যমে নিরীক্ষা করানো বাধ্যতামূলক।’

বিশেষভাবে তৈরি পোশাক ও বস্ত্র খাত এই নগদ সহায়তার প্রধান সুবিধাভোগী। দেশি সুতা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে সর্বোচ্চ ৫.৯ শতাংশ ভর্তুকি দেওয়া হবে, যা আগের সময়ের চেয়ে কিছু কম।

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতেও ১০ শতাংশ প্রণোদনা মিলবে। পাটজাত পণ্য রপ্তানিতে ৫ শতাংশ এবং পাট সুতায় ৩ শতাংশ সহায়তা চালু থাকবে।

এছাড়া হালকা প্রকৌশল পণ্য, ওষুধের কাঁচামাল, বাইসাইকেল, আসবাবপত্রসহ অন্যান্য পণ্য রপ্তানিতেও আগের মতো নগদ সহায়তা দেওয়া হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে