ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
Sharenews24

দেশকে জনগণের হাতে তুলে দেয়াই সরকারের লক্ষ্য: ফাওজুল কবির

২০২৪ নভেম্বর ০৯ ১৭:১৩:২০
দেশকে জনগণের হাতে তুলে দেয়াই সরকারের লক্ষ্য: ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতার চর্চা নয়, ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে। দেশকে আমলাসহ বিভিন্ন সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করে; মানুষের হাতে তুলে দেয়াই সরকারের লক্ষ্য।

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর এনার্জি রিসার্চ ল্যাবের উদ্বোধনী সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে পরিবর্তন এসেছে। দেশকে আমলাসহ বিভিন্ন সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করে; মানুষের হাতে তুলে দেয়াই সরকারের লক্ষ্য।

সেমিনারে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশ ও চীন একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে