ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বৃহস্পতিবার তফসিল ঘোষণা করবে সিইসি

২০২৫ ডিসেম্বর ১০ ১৯:০৪:৫৭
বৃহস্পতিবার তফসিল ঘোষণা করবে সিইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের রেকর্ড করা ভাষণের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে এই তফসিল প্রচার করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের পর কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন আজ বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার নিজ কার্যালয়ে এই ভাষণটি রেকর্ড করেন। ভাষণ রেকর্ডের পর সকল কমিশনার সিইসির কক্ষে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণার বিস্তারিত সময়সূচি প্রকাশ করেন।

আদালতের রায়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব আখতার আহমেদ বলেন, "আমরা এখনও আদালতের রায় হাতে পাইনি। আপাতত নির্বাচন কমিশনের গেজেটেড ৩০০ সংসদীয় আসনে তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পাওয়ার পর কমিশন পরবর্তী সময়ে তাদের সিদ্ধান্ত জানাবে।"

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে