ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে

২০২৫ ডিসেম্বর ১০ ১৯:১৬:৫৯
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড নীতিগতভাবে ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।

গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাবটি উত্থাপন করেন।

আলোচনায় জানানো হয় যে, একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১০ এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছে। এই ৪৫ জনের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল উন্নীত করার প্রস্তাব দেওয়া হলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ এতে সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এই পদগুলোর বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করেছে।

বিস্তারিত পর্যালোচনার পর সভায় উপস্থিত সকলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে আরোপিত শর্তসমূহ (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে