ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতের কারাগার থেকে দেশে ফিরল ৩২ জেলে

২০২৫ ডিসেম্বর ১০ ১৮:৩৬:২৪
ভারতের কারাগার থেকে দেশে ফিরল ৩২ জেলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সমঝোতা ও বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তিন মাস ধরে ভারতের কারাগারে আটক থাকা ৩২ জন বাংলাদেশি জেলেকে অবশেষে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন তাদের প্রধান কার্যালয়ে এই জেলেদের আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের হাতে তুলে দেয়। এই প্রত্যাবর্তনের মাধ্যমে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও অনিশ্চয়তায় থাকা পরিবারগুলোতে স্বস্তি ফিরে আসে।

আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশের উপকূলরক্ষী বাহিনী বেশ কিছু জেলেকে আটক করে। গত ১২ ও ১৭ সেপ্টেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৩২ জন বাংলাদেশি জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ড আটক করেছিল।

অন্যদিকে, এর আগে, গত ১২ জুলাই এবং ২ আগস্ট বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে তিনটি ভারতীয় ফিশিং বোটসহ ৪৭ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ নৌবাহিনী আটক করে। বোটগুলোর নাম ছিল 'এফবি মা মঙ্গল চন্ডি-৩৮', 'এফবি ঝড়' এবং 'এফবি পারমিতা-৪'।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে উভয় দেশের মধ্যে সমঝোতা হওয়ায় এই বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে, ৯ ডিসেম্বর বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে তিনটি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

একই সময়ে, ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশি জেলেসহ একটি ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’ ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। কোস্টগার্ড যুদ্ধ জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশি সম্পদ ও জেলেদের স্বার্থ রক্ষায় এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে দেশে ফিরে আসা জেলেরা ভারতের জেলে থাকা অবস্থায় অমানবিক নির্যাতনের অভিযোগ করেছেন। জেলে মো. ইউনুস এবং মো. তরিকুল ইসলাম জানান, তাদের মাছ, নগদ টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং প্রতিদিন আতঙ্কে কাটাতে হয়েছে। মো. ইউনুস বলেন, "সেখানে আমার মতো আরও অনেক বাংলাদেশি আটক আছে। আমাদের কষ্টের শেষ নেই। সরকারের কাছে অনুরোধ, তাদেরও যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।"

জেলেরা সরকার ও কোস্টগার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও, তাদের মতো শতাধিক মৎস্যজীবীসহ বিভিন্ন অপরাধে আটক বাংলাদেশিরা এখনো ভারতে মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করেন। টলার মালিক মাওলানা ফখরুল ইসলাম সরকার এবং কোস্টগার্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাকিদেরও দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে