ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

প্রবাসীদের স্বর্ণ বহনের পরিমাণ কমানোর প্রস্তাব

২০২৪ এপ্রিল ০৪ ২২:০৮:৪১
প্রবাসীদের স্বর্ণ বহনের পরিমাণ কমানোর প্রস্তাব

প্রবাস ডেস্ক : একজন প্রবাসী বিদেশ থেকে দেশে আসার সময় ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার শুল্ক ছাড়া আনতে পারেন।

ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে স্বর্ণ আনার পরিমাণ কমিয়ে ৫০ গ্রাম করার প্রস্তাব করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি - বাজুস।

বাজুসের মতে, ব্যাগেজ নিয়মের আওতায় সোনার বার এবং অলঙ্কার আনার সুবিধার অপব্যবহার ডলার সংকট, চোরাচালান এবং অর্থ পাচারের কারণ হচ্ছে।

বুধবার রাজধানীর কাওরান বাজারে বসুন্ধরা সিটি শপিংমলে বাজুস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন সংগঠনের বাজেট প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাবনায় বাজুস বলেছে, প্রতিদিন সারা দেশের জল, স্থল ও আকাশ পথে কমপক্ষে প্রায় ২০০ কোটি টাকার অবৈধ সোনার অলঙ্কার ও বার চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসছে। বছর শেষে দাঁড়ায় প্রায় ৭৩ হাজার কোটি টাকা। বাজুস দাবি করেছে, দেশে চলমান ডলার সংকটে এই ৭৩ হাজার কোটি টাকার অর্থপাচার ও চোরাচালান বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে বাজুসের সহ-সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, উপদেষ্টা রুহুল আমিন রাসেল উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে