ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

স্বাধীনতা দিবস উপলক্ষে বেলজিয়াম আওয়ামী লীগের আলোচনা সভা

২০২৪ এপ্রিল ০৪ ১২:১৫:২৩
স্বাধীনতা দিবস উপলক্ষে বেলজিয়াম আওয়ামী লীগের আলোচনা সভা

প্রবাস ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দোয়া, ইফতার ও আলোচনা সভা করেছে বেলজিয়াম আওয়ামী লীগ।

রোববার স্থানীয় একটি হলরুমে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সকল বীর শহীদ, ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বেলজিয়াম আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর রেজাউল ইসলাম, ইকোনমিক কাউন্সেলর সালাহউদ্দিন আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, নিরঞ্জন রায়, উপদেষ্টা খোকন শরীফ, সাবেক যুগ্ম সম্পাদক মোর্শেদ মাহমুদ, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বেলজিয়াম যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ।

আরও উপস্থিত ছিলেন- সহসভাপতি মোশাররফ হোসেন বাবু, শিক্ষাবিষয়ক সম্পাদক নিয়াজ মুর্শেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, সদস্য দিলরুবা বেগম মিলি, সদস্য প্রদীপ সরকার ও সংগঠক জুয়েল জিলানী।

সভায় বক্তারা স্বাধীনতার প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

সভার সার্বিক সহযোগিতায় ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, আব্দুর রাজ্জাক প্রমুখ।

দ্বিতীয়ার্ধে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিশু শিল্পী মেহজাবিন মোর্শেদ ও আয়েনা সরকার। পরে সবাই ইফতার মাহফিলে অংশ নেন।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে