ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

ফ্রান্সে আশ্রয় পেতে সবচেয়ে বেশি আবেদন বাংলাদেশিদের

২০২৪ এপ্রিল ০৪ ১০:৫৭:৩৩
ফ্রান্সে আশ্রয় পেতে সবচেয়ে বেশি আবেদন বাংলাদেশিদের

প্রবাস ডেস্ক : ফরাসি জাতীয় আশ্রয় আদালত (সিএনডিএ) গত বছরের পূর্ণাঙ্গ আশ্রয় পরিসংখ্যান প্রকাশ করেছে। আদালতের জনসংযোগ বিভাগ জানায়, ২০২৩ সালে প্রাথমিকভাবে প্রত্যাখ্যাত আশ্রয় আবেদনের বিপরীতে মোট আট হাজার ১২১ জন বাংলাদেশি আশ্রয়প্রার্থী আশ্রয় আদালতে আপিল দায়ের করেছেন।

ফ্রান্সে আসা আশ্রয়প্রার্থীরা প্রথমে শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষার জন্য নির্ধারিত ফরাসি দপ্তরে (অফপ্রা) আশ্রয় আবেদন জমা করেন। তবে অফপ্রা থেকে প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিরা সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় আশ্রয় আদালতে (সিএনডিএ) আপিল করার সুযোগ পান।

পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৩ সালে আশ্রয় আদালতে মোট ৬৪ হাজার ৬৮৫টি আপিল আবেদন জমা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় পাঁচ শতাংশ বেশি। তবে একই সময়ে আদালত গত বছরের আবেদনসহ মোট ৬৬ হাজার ৩৫৮টি আবেদন নিষ্পত্তি করেছে।

এত বিপুল সংখ্যক আবেদনের মধ্যে সর্বোচ্চ আট হাজার ১২৫টি আপিল আবেদন জমা করেছেন বাংলাদেশিরা। দ্বিতীয় সর্বোচ্চ সাত হাজার চারটি আবেদন করেছেন তুরস্কের আশ্রয়প্রার্থীরা। এছাড়া পাঁচ হাজার ৪৯৬টি আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে আফগান আশ্রয়প্রার্থীরা।

গত বছর থেকে অনেক বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা ইনফোমাইগ্রেন্টসের কাছে অভিযোগ করে আসছে অনেক আশ্রয় আবেদন আদালত শুনাই ছাড়াই প্রত্যাখান করে আসছে।

বাংলাদেশে রাজনৈতিক সংঘাত এবং বর্তমান সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ আছে। এছাড়া দেশটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়া ও কোভিড পরবর্তী নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মতো উল্লেখযোগ্য সমস্যা আছে।

করোনা মহামারির পর থেকে বাংলাদেশের অর্থনীতির বেশ কিছু খাতে দেখা দিয়েছে স্থবিরতা। সেই সঙ্গে বাড়ছে মূল্যস্ফীতির মতো বিষয়।

কয়েক বছর আগেও এক ইউরোর বিপরীতে বাংলাদেশি টাকার মান ছিল ৮০ থেকে ৯৫ টাকা। এখন সেটি ১৩০ টাকা ছুঁয়েছে।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে