ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ওমানে ২০ বাংলাদেশি জুয়াড়ি প্রবাসী গ্রেপ্তার

২০২৪ মার্চ ২৫ ২২:৫৫:৩৯
ওমানে ২০ বাংলাদেশি জুয়াড়ি প্রবাসী গ্রেপ্তার

প্রবাস ডেস্ক : ওমান পুলিশ জুয়া খেলার অপরাধে ২০ বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে ।

দেশটির আল দাখিলিয়ার আদাম প্রদেশ থেকে প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।

ওমান পুলিশের বরাতে টাইমস অফ ওমানের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রবাসীদের আখড়ায় অভিযান চালায় পুলিশ।

এই সময় প্রবাসীরা আসর জমিয়ে জুয়া খেলছিলেন। তাদের গ্রেপ্তারের পর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এর আগেও ওমানে একাধিক বাঙালি অধ্যুষিত এলাকায় প্রবাস টাইমের অনুসন্ধানে নানা অনৈতিক কাজের মত জুয়া খেলাতেও বাংলাদেশিদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।

পুলিশ অভিযোগ করেছন, প্রায় নিয়মিতই গভীর রাত পর্যন্ত আসর জমিয়ে জুয়া খেলেন তারা।

এতে একদিকে ওমানে বাংলাদেশিদের সুনাম যেমন ক্ষুণ্ন হচ্ছে অপরদিকে দেশটিতে বাংলাদেশি অভিবাসনও দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়ছে।

বর্তমানে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসার উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার। এরমধ্যেও একের পর এক বাংলাদেশি পতিতাবৃত্তিসহ নানা অপরাধকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে