ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

দূতাবাসের হস্তক্ষেপে জর্ডানে বকেয়া বেতন পেলেন ৪৫৪ বাংলাদেশি

২০২৪ ফেব্রুয়ারি ০২ ১৮:২৭:৪৫
দূতাবাসের হস্তক্ষেপে জর্ডানে বকেয়া বেতন পেলেন ৪৫৪ বাংলাদেশি

প্রবাস ডেস্ক : আছিল গার্মেন্টসে কর্মরত ৪৫৪ জন বাংলাদেশী শ্রমিক জর্ডানের আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তাদের প্রাপ্য বেতন ও সামাজিক নিরাপত্তার টাকা বুঝে পেয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাস আম্মানের প্রথম সচিব (শ্রম) উম্মে সালমার উপস্থিতিতে জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশি শ্রমিকদের কাছে টাকা হস্তান্তর করেন।

আগামী শনিবার থেকে শ্রমিকদের বাংলাদেশে পাঠানো শুরু হবে জানিয়ে উম্মে সালমা বলেন, তাদের বিমান টিকিট জর্ডানের শ্রম মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হবে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে যথাযথ কর্তৃপক্ষকে শুরু থেকেই অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, অবশেষে আমরা সফল হয়েছি। জর্ডান শ্রম মন্ত্রণালয়, আইএলও, ট্রেড ইউনিয়নসহ যেসব সংস্থা ও কোম্পানি এ সমস্যা সমাধানে দূতাবাসকে সহযোগিতা করেছে তাদের সবাইকে অশেষ ধন্যবাদ।

করোনা পরবর্তী সময়ে আছিল গার্মেন্টস বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। ২০২২ সালের নভেম্বর মাসে আছিল গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা নানা ধরনের অভিযোগ ও অনিয়ম সম্পর্কে দূতাবাসকে অবহিত করে। দূতাবাস আছিল গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে এবং জর্ডান শ্রম মন্ত্রণালয় ও ট্রেড ইউনিয়নকে জানায়।

পরে গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে। কিন্তু ব্যবসায় লোকসান ও নানা রকম অনিয়ম দুর্নীতির জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে কোম্পানিটি লে অফ ঘোষণা করা হয়। এরপর থেকেই শ্রমিকদের বকেয়া বেতন, ওয়ার্ক পারমিট, পাসপোর্ট নবায়ন এবং গারামা মৌকুফের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং।

শেয়ারনিউজ, ০২ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে