ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

বিমানবন্দরে চলাচলে নতুন নির্দেশনা

২০২৫ আগস্ট ১১ ১১:০৩:২৯
বিমানবন্দরে চলাচলে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা ও বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেবিচকের মুখপাত্র ও জনসংযোগ সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

কী আছে নতুন নির্দেশনায়:

বিমানবন্দরের ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি এলাকায় যাত্রীপ্রতি সর্বোচ্চ দুজন স্বজন প্রবেশ করতে পারবেন।

এই নিয়ম টার্মিনালের ভেতরের অংশের জন্য প্রযোজ্য নয়।

যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে আসা অতিথিদের বিমানবন্দর এলাকা দ্রুত ত্যাগের অনুরোধ জানানো হয়েছে।

যাত্রীবাহী গাড়িগুলো আগমন ও বহির্গমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান করতে পারবে না।

বিমানবন্দর এলাকায় ময়লা আবর্জনা যথাস্থানে ফেলতে এবং সুশৃঙ্খলভাবে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই একই ধরনের নির্দেশনা জারি করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ, যা এবার নতুন করে জোরালোভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে