ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয় দিচ্ছে ৬০০ বৃত্তি

২০২৪ ফেব্রুয়ারি ০১ ০৯:৫২:৩৪
অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয় দিচ্ছে ৬০০ বৃত্তি

প্রবাস ডেস্ক:স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন। এ বছর বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপসের আওতায় ৬০০টি বৃত্তি দেওয়া হবে।

রিসার্চ ডিগ্রির মাধ্যমে দুই বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রাম ও চার বছরমেয়াদি ডক্টরাল ডিগ্রিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে (Full fee offset) পড়াশোনার সুযোগ দেওয়া হবে। একটি পূর্ণ বৃত্তির জন্য মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার বাংলাদেশি টাকা।

এ বৃত্তির আওতায় সম্পূর্ণ প্রোগ্রামে জীবনযাত্রার খরচ বা ভাতা হিসেবে প্রতিবছর ৩৭ হাজার মার্কিন ডলার বা প্রায় ৮০ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। ডক্টরাল ডিগ্রির শিক্ষার্থীদের জন্যও প্রতিবছর স্নাতকোত্তর প্রোগ্রামের সমপরিমাণ ভাতা দেওয়া হবে এবং এই ভাতা প্রোগ্রামের সাড়ে তিন বছর সময় পর্যন্ত অর্জন করবেন।

ভিক্টোরিয়া ব্যতীত অন্য রাজ্য বা অঞ্চল থেকে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য স্থানান্তর অনুদান হিসেবে বরাদ্দ রয়েছে ২ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ১৯ হাজার টাকা। আর অস্ট্রেলিয়ার বাইরে থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্থানান্তর অনুদান হিসেবে দেওয়া হবে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা।

অস্ট্রেলিয়ায় পড়ার জন্য স্টুডেন্ট ভিসার প্রয়োজন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনযাত্রার খরচের পাশাপাশি ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার (ওএসএইচসি) একক সদস্যপদ দেওয়া হবে।

সুযোগ-সুবিধা—

সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

প্রতিবছর আবাসন ভাতা হিসেবে ৩৪ হাজার ৪০০ ডলার মিলবে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার প্রদান করবে

স্বাস্থ্যবিমাও মিলবে

যোগ্যতাসমূহ

স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে;

একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আবেদনের প্রক্রিয়া

দেশী বিদেশী স্নাতকোত্তরে অংশ নেওয়া শিক্ষার্থীরা এইওয়েবসাইটের মাধ্যমে আবেদন ও বৃত্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর।

শেয়ারনিউজ, ০১ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে