ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রথমবারের মতো জুটি বাঁধলেন ফেরদৌস-পরীমণি

২০২৩ ডিসেম্বর ১৫ ১৫:০২:১৭
প্রথমবারের মতো জুটি বাঁধলেন ফেরদৌস-পরীমণি

বিনোদন ডেস্ক : দুই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও পরীমণি। তারা দুজনেই নিজেদের যায়গা থেকে ব্যাপক আলোচিত। এবার প্রথমবারের মতো জুটি বাঁধলেন এই দুই তারকা। তবে চলচ্চিত্রে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে। যা নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে অংশ নেন তারা। ইতোমধ্যে বিএফডিসির ৭ নং ফ্লোরে আইসি ফিল্মসের ব্যানারে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। মিডিয়াকে ফেরদৌস বলেন, পরীমণির সঙ্গে কখনও কাজ করা হয়নি। এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। আশা করছি, আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে।

পরীমণি বলেন, প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এর আগে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হলেও, স্ক্রিন শেয়ার করা হয়নি। এই বিজ্ঞাপচিত্রে প্রথমবার একসঙ্গে আমাদেরকে দেখতে পাবে দর্শক।

এ বিষয়ে নির্মাতা ইফতেখার বলেন, বিজ্ঞাপনচিত্রটি সিনেমার আদলে নির্মাণ করেছি আমরা। প্রচার শুরু হলে দর্শকরা নতুন কিছু দেখতে পাবে। এর আগে সিনেমার আদলে বিজ্ঞাপনচিত্র নির্মিত হলেও সেগুলো কোনো একটা দৃশ্যকে কেন্দ্র করে ছিল। কিন্তু এই বিজ্ঞাপনচিত্রে পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।

শেয়ারনিউজ, ১৫ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে