ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

আসিফ নজরুলের ‘নিরাপত্তা শঙ্কা’ নাকচ করল আইসিসি

২০২৬ জানুয়ারি ১২ ২৩:২৬:৩৬
আসিফ নজরুলের ‘নিরাপত্তা শঙ্কা’ নাকচ করল আইসিসি

ক্রীড়া প্রতিবেদক: ভারতে খেলতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে আইসিসি বিসিবিকে কোনো চিঠি দেয়নি। এর আগে আজ বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল দাবি করেছিলেন, আইসিসি তিনটি সুনির্দিষ্ট শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির বরাত দিয়ে বলেছিলেন, বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমানকে রাখা হলে ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া বাংলাদেশি সমর্থকদের জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করা এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার বিষয়টিকেও নিরাপত্তাঝুঁকি হিসেবে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

উপদেষ্টার এমন মন্তব্যের পর আইসিসি জানিয়েছে, এই ধরনের কোনো চিঠি তারা বিসিবিকে পাঠায়নি। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, নিরাপত্তা শঙ্কা নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা তারা দেননি। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছিল, তার কোনো আনুষ্ঠানিক জবাবও এখনও আইসিসি দেয়নি বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি স্পষ্ট করতে পরবর্তীতে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, ক্রীড়া উপদেষ্টা মূলত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন রিপোর্টের কথা বলেছেন, যা বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যকার একটি যোগাযোগ ছিল। এটি বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধের কোনো প্রতিক্রিয়া নয়। বিসিবি বর্তমানে ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোও বিষয়টি যাচাই করে জানিয়েছে, নিরাপত্তা ইস্যু নিয়ে নতুন করে আইসিসির পক্ষ থেকে এমন কোনো বক্তব্য বা চিঠি দেওয়া হয়নি। মূলত পুরনো একটি নিরাপত্তা প্রতিবেদনকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ফেলায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে