ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

সুকুক বন্ডে বিনিয়োগ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক

২০২৬ জানুয়ারি ১২ ২৩:২২:১৭
সুকুক বন্ডে বিনিয়োগ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শরিয়াহ ভিত্তিক অর্থায়নের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্য পূরণে ১০ বছর মেয়াদি ‘ইজারা সুকুক’ বা ইসলামী বন্ড ইস্যু করা হচ্ছে। সম্প্রতি সরকার এই ব্যাংকটিকে ২০ হাজার কোটি টাকার মূলধন সহায়তা প্রদান করেছে, যার ঠিক অর্ধেক পরিমাণ অর্থ এই বন্ডে বিনিয়োগ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক।

নবগঠিত এই ব্যাংকের জন্য এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিনিয়োগের বিপরীতে ব্যাংকটি বার্ষিক ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা অর্জন করবে। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্মিলিত ব্যাংক আমানত বিমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা এবং সরকারের পক্ষ থেকে আরও ২০ হাজার কোটি টাকার তহবিল পেয়েছে। এই অর্থ থেকে বর্তমানে আমানতকারীদের পাওনা পরিশোধ করা হচ্ছে। তবে ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে এবং ভালো মুনাফা অর্জনের উদ্দেশ্যে উদ্বৃত্ত অর্থ সরকারি বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী দু-এক মাসের মধ্যে ব্যাংকগুলো নতুন আমানত সংগ্রহ শুরু করলে তারল্য সংকট পুরোপুরি কেটে যাবে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদের সভাপতিত্বে শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সাম্প্রতিক দুটি সভায় এই সুকুক ইস্যুর বিষয়ে চূড়ান্ত ঐকমত্য হয়েছে। ইজারা পদ্ধতিতে গঠিত এই সুকুক বন্ডের অর্থ সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদপ্তরের নির্মিত সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সেবামূলক খাতে বিনিয়োগ করা হবে। এর ফলে সরকারের উন্নয়নমূলক কাজে ইসলামী ব্যাংকগুলোর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে