ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

শিক্ষকদের জন্য বড় ধাক্কা!

২০২৬ জানুয়ারি ১২ ১১:৫৪:৫২
শিক্ষকদের জন্য বড় ধাক্কা!

নিজস্ব প্রতিবেদক : নবম পে-স্কেলের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি নিয়ে পে-কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হয়েছে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র বেতন কাঠামো গঠনের দাবি জানিয়ে আসছেন।

পে-কমিশন শুরুতে এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও শেষ মুহূর্তে ঘোষণা করেছে যে, স্বতন্ত্র বেতন কাঠামো তাদের এখতিয়ারের বাইরে। কমিশন সূত্র জানিয়েছে, বিদ্যমান বেতন গ্রেডের ভিত্তিতে সুপারিশ করা হবে, কারণ স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি মূলত সার্ভিস কমিশনের দায়িত্ব।

অন্যদিকে, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, পে-কমিশন সুপারিশ না করলেও শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি নির্বাচিত সরকারের কাছে তুলে ধরা হবে।

ড. ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমরা কমিশনের কাছে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছিলাম। কমিশনের চেয়ারম্যান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছিলেন। সুপারিশ না হওয়ায় আমরা দুঃখিত।’’

জানা গেছে, গত জুলাইয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের পে-কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। সেই হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশনের সময়সীমা শেষ হচ্ছে।

বর্তমানে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে আলোচনা চললেও এটি বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত সংবিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে