ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ঢাকা ব্যাংকের নতুন এমডি ওসমান এরশাদ ফয়েজ

২০২৬ জানুয়ারি ১২ ১৫:৪১:২৮
ঢাকা ব্যাংকের নতুন এমডি ওসমান এরশাদ ফয়েজ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ব্যাংকার ওসমান এরশাদ ফয়েজ। রোববার (১১ জানুয়ারি) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব পালন শুরু করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ সোমবার (১২ জানুয়ারি) বিষয়টি বিনিয়োগকারীদের অবহিত করে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ওসমান এরশাদ ফয়েজের নিয়োগে অনুমোদন দেয়। এরপর ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তার নিয়োগ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং একই দিনে তাকে দায়িত্ব গ্রহণের অনুমতি দেওয়া হয়।

আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে ওসমান এরশাদ ফয়েজের। ঢাকা ব্যাংকে যোগদানের আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘এশিয়া ফিট’-এর সহপ্রতিষ্ঠাতাও।

তার কর্মজীবনে রয়েছে বৈশ্বিক ব্যাংকিং ও ডিজিটাল ফাইন্যান্স খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে কাজ করেছেন। এছাড়া এএমটিডি ডিজিটালের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ের নেতৃত্বে ছিলেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাগত যাত্রা শুরু হয়।

শিক্ষাগত যোগ্যতায় ওসমান এরশাদ ফয়েজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ইনসিড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। প্রযুক্তি ও ডিজিটাল নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তিনি ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ লিজেন্ড অ্যাওয়ার্ডে ভূষিত হন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও সুযোগ সম্প্রসারণে ভূমিকার জন্য আন্তর্জাতিক অঙ্গনেও তিনি প্রশংসা কুড়িয়েছেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে