ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ঢাকা বনাম রাজশাহীর জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

২০২৬ জানুয়ারি ১২ ২১:৫২:৪৮
ঢাকা বনাম রাজশাহীর জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ২৪তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের ধারালো আক্রমণের মুখে টিকতে পারেনি ঢাকা। রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইনের তোপে ক্যাপিটালস গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ফিফটিতে সহজ জয় তুলে নেয় রাজশাহী।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ওপেনার উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন ভালো শুরু করলেও, ২৭ বলে ৪১ রান করা উসমানকে ফিরিয়ে রাজশাহীর প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকলাইন। এরপর থেকে ঢাকার ব্যাটিং লাইনআপ একের পর এক ভেঙে পড়ে।

সাইফ গোল্ডেন ডাক, অধিনায়ক মিঠুনের ১৩ রান, নাসিরের ২৭ বলে ২৪, শামীম পাটোয়ারীর ব্যর্থতা কোনো কিছুই ইনিংস বাঁচাতে পারেনি। শেষদিকে সাব্বিরের ১৪ রান যোগ হলেও ইনিংস বড় হয়নি। শেষ ওভারে রিপন মন্ডলের হ্যাটট্রিক এবং সাকলাইনের চার উইকেটে ঢাকার ইনিংস থামে ১৩১ রানে।

রান তাড়ায় নেমে রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম ও মুহাম্মদ ওয়াসিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঢাকাকে চাপে ফেলেন। তোফায়েল আহমেদের এক ওভারে ১৭ রান তুলে নেন তারা। ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে ওয়াসিমের আউটে, যিনি ১৩ বলে ২২ রান করেন।

পাওয়ার প্লেতেই রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৬০, আর তামিম তখন আগুনে ফর্মে। শান্ত ১২ বলে ৫ রান করে ফিরলেও তামিম থামেননি। মাত্র ২৯ বলেই তুলে নেন নিজের ফিফটি।

শেষ পর্যন্ত ইমাদ ওয়াসিমের বলে আউট হন তামিম, তবে ততক্ষণে ম্যাচ রাজশাহীর নিয়ন্ত্রণেই। ৪৩ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এরপর জিমি নিশাম ও মুশফিকুর রহিম নির্বিঘ্নে বাকি কাজ সেরে ফেলেন। ২৩ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স।

সরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে