ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় সোনার দাম

২০২৬ জানুয়ারি ১২ ২৩:১২:১৪
ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আকাশছোঁয়া হয়ে উঠেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভালো মানের সোনার দাম বেড়ে এখন ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় গিয়ে ঠেকেছে, যা বাংলাদেশের ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ দর। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা পর্যন্ত উঠেছিল।

বাজুসের পক্ষ থেকে সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যতালিকা জানানো হয়। তারা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম আকস্মিক বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও এর সমন্বয় করতে হয়েছে। নতুন এই মূল্য তালিকা মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বৈশ্বিক সোনা ও রুপার দাম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি-এর তথ্যমতে, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক পর্যায়ের এই অস্থিরতার প্রভাবেই মূলত অভ্যন্তরীণ বাজারে এই রেকর্ডমূল্য নির্ধারণ করেছে বাজুস।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা কিনতে এখন ব্যয় করতে হবে ৫ হাজার ৯৪৯ টাকা। একইভাবে ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৪ টাকায়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে