ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

এক মাসে ৬ শেয়ারে ২০ শতাংশের বেশি রিটার্ন

২০২৬ জানুয়ারি ১২ ১৬:৪৬:৪৯
এক মাসে ৬ শেয়ারে ২০ শতাংশের বেশি রিটার্ন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানিতে গত এক মাসে বিনিয়োগ করে ২০ শতাংশের বেশি মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, এই সময়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার দর ২৩ শতাংশ থেকে ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। ফলে এসব শেয়ারে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য রিটার্ন অর্জন করেছেন।

মুনাফা দেওয়া কোম্পানিগুলো হলো— তাল্লু স্পিনিং, রিজেন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, পূবালী ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।

এই তালিকায় গত এক মাসে সর্বোচ্চ দর বেড়েছে তাল্লু স্পিনিংয়ের। কোম্পানিটির শেয়ার দর এ সময়ে ২ টাকা ৫০ পয়সা বা ৪৩ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সায়। গত এক মাসে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৫ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রিজেন্ট টেক্সটাইলের। এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৩৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৪ টাকায় দাঁড়িয়েছে। এই সময়ে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৩ টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৩২ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৯০ পয়সায়। আর এই সময়ে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৫ টাকা।

অন্য তিন কোম্পানির মধ্যে পূবালী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ২৪ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২ টাকা ৫০ পয়সা বা ২৩ দশমিক ৭৬ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২ টাকা বা ২৩ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে