ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ক্রেতা সঙ্কটে হল্টেড ৭ প্রতিষ্ঠান

২০২৬ জানুয়ারি ১২ ১৭:৩৪:০০
ক্রেতা সঙ্কটে হল্টেড ৭ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর, যার মধ্যে ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৭ প্রতিষ্ঠান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, আইসিবি ২য় এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, বিআইএফসি এবং এপোলো ইস্পাত।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর কমেছে প্রিমিয়ার লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়র দর ৪ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ পয়সা বা ৯.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭ পয়সায়।

অন্য ৪ প্রতিষ্ঠানের মধ্যে- ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪ পয়সা বা ৯.৭৬ শতাংশ, আইসিবি ২য় এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ, বিআইএফসির ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ এবং এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর কমেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে