ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিদেশে বাংলাদেশের প্রেস সচিবদের হঠাৎ অব্যাহতি

২০২৬ জানুয়ারি ১২ ১৮:১২:৪২
বিদেশে বাংলাদেশের প্রেস সচিবদের হঠাৎ অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্বরত চার কর্মকর্তাকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চার কর্মকর্তার নাম ও কর্মস্থল:

সুফি আব্দুল্লাহিল মারুফ – মালয়েশিয়ার কুয়ালালামপুর, হাইকমিশন, প্রথম সচিব (প্রেস)

মো. আরিফুর রহমান – সংযুক্ত আরব আমিরাত, দুবাই কন্স্যুলেট জেনারেল, প্রথম সচিব (প্রেস)

আসাদুজ্জামান খান – সৌদি আরব, রিয়াদ দূতাবাস, দ্বিতীয় সচিব (প্রেস)

মো. ইমরানুল হাসান – জাপান, টোকিও দূতাবাস, দ্বিতীয় সচিব (প্রেস)

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ মার্চ তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়।

এরপর ১৩ এপ্রিল প্রজ্ঞাপনটি সাময়িকভাবে বাতিল করা হয় এবং নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়। ইতোমধ্যেই নতুন কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তাদের আর্থিক আদেশ জারি করা হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে, এই চার কর্মকর্তাকে অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে