ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিশ্বকাপের আগে আবারও দুঃসংবাদে ভারতীয় শিবির

২০২৬ জানুয়ারি ১২ ১৫:৫৯:৪৫
বিশ্বকাপের আগে আবারও দুঃসংবাদে ভারতীয় শিবির

ক্রীড়া প্রতিবেদক: টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভারতের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে তাঁকে পাচ্ছে না ভারতীয় দল।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভাদোদারায় অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ পাঁজরে আঘাত পান ওয়াশিংটন সুন্দর। ওই ম্যাচে তিনি ৫ ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের ইনিংসের বাকি অংশে তিনি আর বোলিং বা ফিল্ডিং করেননি। তবে শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও আট নম্বরে ব্যাট করতে নামেন তিনি। বিসিসিআই জানিয়েছে, তাঁর আরও স্ক্যান করা হবে এবং মেডিকেল টিম প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বিশ্বকাপের আগে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২১ জানুয়ারি, যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সিরিজের প্রথম তিন ম্যাচে তিলক ভার্মার না খেলার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছে। এমনকি চতুর্থ ও পঞ্চম ম্যাচেও তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দরের চোট ভারতীয় শিবিরের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। আইসিসি ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ রেখেছে।

ওয়াশিংটন সুন্দরের অনুপস্থিতিতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আয়ুশ বাদোনিকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১টি, লিস্ট ‘এ’ তে ২৭টি এবং টি–টোয়েন্টিতে ৯৬টি ম্যাচ খেলেছেন বাদোনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি তাঁর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ভারতের জার্সিতে প্রথমবার মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাঁর। রাজকোটে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে, আর ১৮ জানুয়ারি ইন্দোরে হবে শেষ ম্যাচ।

ভাদোদারার প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ৩০১ রানের লক্ষ্য এক ওভার হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয় ভারত। ম্যাচে ৯১ বলে ৯৩ রান করে ম্যাচসেরা হন বিরাট কোহলি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই শুরু হবে দুই দলের টি–টোয়েন্টি লড়াই। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম দিন ওয়াংখেড়েতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ভারত।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে