ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভারতকে আসিফ নজরুলের কড়া হুঁশিয়ারি

২০২৬ জানুয়ারি ১২ ১৮:৩৯:৪৫
ভারতকে আসিফ নজরুলের কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগে থেকেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গুঞ্জন রয়েছে, কলকাতা থেকে ম্যাচগুলো সরিয়ে অন্য ভেন্যুতে আয়োজনের চিন্তা করছে আইসিসি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ নতি স্বীকার করবে না।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনের সময় তিনি গণমাধ্যমকে এ অঙ্গীকার জানান।

আসিফ নজরুল বলেন, “ভারতে গত ১৬ মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। সেখানে ক্রিকেট খেলা এখন অসম্ভব। বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “ক্রিকেটের ওপর কারও খবরদারি থাকা উচিত নয়। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করা উচিত নয়।”

বিসিবি ইতিমধ্যে নিরাপত্তার কারণে ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। তবে আইসিসি ভারতের ভেতরেই চেন্নাই বা তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

আসিফ নজরুল মন্তব্য করেন, “চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। আমাদের কথা স্পষ্ট—ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই। যদি ভেন্যু বদলাতে হয়, তবে শ্রীলঙ্কা, পাকিস্তান বা আরব আমিরাতে করা হোক, আমাদের কোনো সমস্যা নেই। আইসিসি যদি সত্যিই বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং ভারতের প্রভাবমুক্ত হয়, তাহলে তারা বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেবে।”

জানা গেছে, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে বিসিবির আবেদন অনুযায়ী আইসিসি আনুষ্ঠানিক জবাব দিতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে