ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

২০২৬ জানুয়ারি ১১ ১৯:০৯:১৬
কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তি স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) বাস্তবায়নের জন্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হুসনে আরা শিখা। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডিরেক্টর নওশাদ মোস্তফা এবং এসএমইএসপিডির প্রোগ্রাম ডিরেক্টর ও অ্যাডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত স্বাক্ষর ও বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ডিপিডি) - প্রোগ্রামস ও জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম, কোঅর্ডিনেটর-প্রোগ্রামস ও ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আরিফুল ইসলাম, এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এসএমই ডিভিশন হেড হোসেন-আল-সাফীর চৌধুরী ও এগ্রি ডিভিশন হেড শরিফ হাসান মামুন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নতুন ব্যবসা উদ্যোগকে সমর্থন দেওয়ার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে