ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনি দৌড় থেকে ছিটকে গেলেন মহিউদ্দিন রনি

২০২৬ জানুয়ারি ১০ ১৮:১৯:২৮
নির্বাচনি দৌড় থেকে ছিটকে গেলেন মহিউদ্দিন রনি

নিজস্ব প্রতিবেদক : রেল খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পাওয়া মহিউদ্দিন রনি এবার নির্বাচনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। রিটার্নিং কর্মকর্তার পর নির্বাচন কমিশনও (ইসি) তার দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়। এর আগে মহিউদ্দিন রনি ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রনির মনোনয়নপত্র বাতিলের মূল কারণ ছিল স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তথ্যে গড়মিল। ইসির নিয়ম অনুযায়ী যাচাই-বাছাইয়ের সময় রনির জমা দেওয়া স্বাক্ষরের মধ্যে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে দুজন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, যা কমিশনের মতে ‘ভুয়া স্বাক্ষর’ বা তথ্যগত অসামঞ্জস্যতার শামিল।

এ বিষয়ে মহিউদ্দিন রনি জানান, নির্বাচন কমিশন তাকে অবহিত করেছে যে স্বাক্ষর যাচাইয়ের সময় পাওয়া এই অসঙ্গতির কারণেই তার মনোনয়ন বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার তার চেষ্টা এখানেই শেষ হয়ে যায়।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন।

প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ থাকবে। সবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে