ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

এবার মাদুরোকে নিয়ে মুখ খুললেন এরদোয়ান

২০২৬ জানুয়ারি ০৯ ১৬:৩৯:৪৮
এবার মাদুরোকে নিয়ে মুখ খুললেন এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাদুরোকে তুরস্কে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আঙ্কারার কাছে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অনুরোধ আসেনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান এ কথা বলেন। তিনি জানান, ভেনেজুয়েলার চলমান সংকট এবং মাদুরোর ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন থাকলেও তুরস্ক এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো বার্তা পায়নি।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ক্ষমতা ছেড়ে দেওয়ার শর্তে নিকোলাস মাদুরোকে তুরস্কে আশ্রয় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেন, মাদুরো চাইলে তুরস্কে অবস্থান করতে পারতেন, কিন্তু তিনি এখন নিউইয়র্কে বন্দি রয়েছেন। সিনেটরের এই মন্তব্য প্রকাশের পরপরই তুরস্কের প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক এক অভিযানে মার্কিন বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে নিউইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে বন্দি রাখা হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, মাদুরোর আটক এবং তাকে নিয়ে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার গুঞ্জন লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে তুরস্কের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে—এই বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো প্রস্তাব পায়নি এবং বিষয়টি পুরোপুরি তাদের অজানা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে